স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
ভাঙ্গায় ভূমিখেকোদের দৌরাত্মে বিলিন হয়ে যাচ্ছে কৃষি জমি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলে ভেকু দিয়ে মাটির কাটার জমজমাট অবৈধ ব্যবসা।
ফরিদপুরের ভাংগা উপজেলায় তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের চতল বিলে। ফসলের জমি নষ্ট করে ভেকু দিয়ে অবৈধভাবে ফসলের কৃষি জমি ক্ষতি করে মাটি উত্তোলন করে মাটি বিক্রি করছে একটি মহল।
তুজারপুর-কাউলীবেড়া ফিডার রোডের পাশে চলছে জমজমাট ভাবে এই অবৈধ মাটি খনন।
নাম না বলার ইচ্ছুক এলাকাবাসী বলেন, কৃষি জমির ক্ষতি করে এমন ভাবে ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করলে আমাদের কৃষি জমি গুলো এক সময় বিলিন হয়ে যাবে।
এ বিষয়ে ভুক্তভোগী এক কৃষক জানায় ৭-৮ দিন যাবত ফসল কৃষি জমি নষ্ট করে আমাদের পার্শ্ববর্তী জমিগুলো কৃষি কাজের অনুপযোগী হয়ে পরছে। দিনে ও গভীর রাতে ভেকু দিয়ে মাটি খনন করে নিয়ে যাচ্ছে। তারা প্রভাবশালী হওয়ার কারণে আমরা সাধারণ কৃষকরা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারি না। আমি সহ পার্শ্ববর্তী জমির মালিকরা এ বিষয়ে নিয়ে প্রতিবাদ করতে পারি না।এমনকি প্রাণনাশের হুমকি প্রদান করে।
পার্শ্ববর্তী জমির কৃষকরা বলেন, আমরা গরীব মানুষ আমাদের জীবিকা নির্বাহ করি ফসলের জমি করে। এই জমি থেকেই পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেই। এই জমি আমাদের শেষ ভরসা। সেখানে যদি পুকুর সমান গর্ত হয়ে যায় তাহলে আমরা চাষবাদ করবো কোথায়। আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, কৃষি জমি খনন করে মাটি বিক্রির বিষয়টি আমাদের জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এই অবৈধ মাটি খননের কাজ বন্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭