নিজস্ব প্রতিবেদক
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ ২১৩০ ঘটিকায় ইজলামালী বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সীমান্ত পিলার ১০৬৬/১-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকবান্ধা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা-৫৪ পিস এবং বাংলাদেশী জাল নোট ১,০০০/- টাকা আটক করতে সক্ষম হয়।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
প্রয়োজনে যোগাযোগ:সহকারী পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)