1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

ঠাকুরগাঁওয়ে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিকাশ রায় 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিকাশ রায় 

শেষ মুহূর্তে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। এমনটাই দেখা গেছে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় লস্করা কয়েকটি গ্রামে। আসছে ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ সোমবার ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মলম্বীদের আরো একটি উৎসব বিদ্যার দেবী স্বরসতী পূজা।এই উপলক্ষে দিনরাত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় কাদামাটি, বাঁশ, খড়, সুতলি ও বিভিন্ন উপকরণ দিয়ে চলছে সরস্বতী প্রতিমা বানানোর কাজ।প্রতিমা তৈরির মূল কাজ ইতিমধ্যে প্রায় শেষ, এখন চলছে ফিনিশিং পর্বর

কাজ। বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরীর কাজে কিছুটা ব্যঘাত ঘটলেও কারিগরদের আত্মবিশ্বাস নির্দিষ্ট সময়ে আগেই তারা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডার নেয়া প্রতিমা হস্তান্তর করতে পারবেন বলে জানিয়েছেন।তবে তাদের অভিযোগ এবার প্রতিমা তৈরির কাজ বাড়লেও উপকরণের দাম বেড়ে গেছে। শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তেমনটা লাভ হবে না। বংশের ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই কাজ করে যাচ্ছেন তারা। প্রতিমা তৈরীর কাজ শেষ এখন শুধু রয়েছে রং তুলির আঁচড় এরপর দৃষ্টিনন্দন রূপে সাজানো হবে সরস্বতীর প্রতিমা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ধর্মীয় তিথি অনুযায়ী আসছে ২ ও ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা দুই দিনে অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যেই পূজার মন্ডপ গুলোর সাজসজ্জা কাজ শুরু করেছে আয়োজক কমিটি। এবার জেলার বিভিন্ন মন্দির, স্কুল-কলেজ, ক্লাব গুলোতে বিদ্যার দেবী সরস্বতী পূজা, ২ হাজার এর অধিক স্থানে একযোগে অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ঠাকুরগাঁও জেলা সভাপতি জয় মহন্ত অলক বলেন প্রতিবছর উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলায় সরস্বতী পূজা উদযাপন করা হয় এবারও একোইভাবে অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার মত এবারও সুন্দর একটি সরস্বতী পূজা উপহার দেয়ার জন্য জেলা যুব মহাজোটের সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা সভাপতি মনোরঞ্জন সিং বলেন প্রতিবছর ২ হাজারের অধিক পূজা হলেও এবার তার চেয়েও বেশি হবে আশা করেন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান সরস্বতী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপ গুলোতে পুলিশ টহল ও টিম থাকবে এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। কেউ নাশকতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নানান আনুষ্ঠানিকতা শেষে আসছে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় এর পেছনে টাঙ্গন নদীর দুর্গার ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে সরস্বতী পূজা।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট