মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে কিন্ডার গার্ডেন স্কুলের ১ম শ্রেণির ছাত্র মাটি কাটা ট্রাকের সঙ্গে এক্সিডেন্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছে।
জানা গেছে, গত বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার কৃষক আইডিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্র ও বেলাই কেকার পাড়া গ্রামের ফিরোজ প্রামানিকের ছেলে মোস্তাফিজুর রহমান মানিক (৭) প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর রিক্সা যোগে বাড়ি যাওয়ার পথে কিচক ইউনিয়ন পষিদের সম্মুখে পৌছিলে রিক্সা থেকে নামার পর হঠাৎ করে মাটি কাটার একটি অজ্ঞাত নামা ট্রাক তাকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। শিশুটিকে গুরুত্বর অবস্থায় প্রথমে বগুড়া সজিমেকে ও পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে রাত ১.৩০ ঘটিকায় মারায় যায়। এব্যাপারে আইডিয়াল স্কুলের পরিচালক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান শিশুটির মৃত্যু নিশ্চিত করেছেন। শিশুটির মৃত্যুতে নিজ এলাকা সহ অন্য এলাকায় ও শোকের ছায়া নেমে এসেছে।
[caption id="attachment_4374" align="alignleft" width="300"] আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭[/caption]