সাখাওয়া হোসেন সুজন পীরগাছা প্রতিনিধি (রংপুর )
রংপুরের পীরগাছায় ০৫ নং ছাওলা ইউনিয়নের কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকায় কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে রংপুর জেলার পীরগাছা উপজেলার ০৫ নং ছাওলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহবায়ক কৃষক দল রংপুর জেলা শাখার জনাব আনোয়ার শাহাদাত, প্রধান বক্তা যুগ্ম আহ্বায়ক কৃষক দল রংপুর জেলা শাখার জনাব মোঃ পপুলার হোসেন, বিশেষ অতিথি সদস্য রংপুর কৃষকদল জেলা শাখার জনাব হযরত আলী (বিপু)
জনাব মীর হোসেন টোটন কৃষক নেতা পীরগাছা উপজেলা শাখা, মজিদ মিয়াঁ, রেজাউল করিম, আলমগীর হোসেন কৃষক নেতা পীরগাছ উপজেলা শাখা।
প্রধান অতিথি বক্তব্য বলেন,জাতীয়তাবাদী দল বিএনপি কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে অতিথি ও বড় ভূমিকা পালন করছে আগামীতেও করবে এবং কৃষি সরঞ্জাম সহজলভ্য করে সরবরাহ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতিত্ব করেন জনাব মোঃ আল আমিন সোহাগ সাবেক ছাত্রনেতা সদস্যকে কৃষকদল রংপুর জেলা শাখা।
[caption id="attachment_4471" align="alignleft" width="300"] আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭[/caption]