1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম প্রদর্শন করেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধ। 
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধ। 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপাঞ্চল গাবুরার টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি কলবাড়ী আকাশলীনা ইকোপার্ক পরিদর্শন শেষে স্পিডবোটযোগে সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ব্লক তৈরি, খাল খনন, রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণসহ মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে। একাধিকবার সময় বাড়ানোর পরও কাজের গতি ধীর। ১,০৪০ কোটি টাকা ব্যয়ে গাবুরার এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের মাত্র ১৫-২০% কাজ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব পশ্চিম সুন্দরবনের দর্শনীয় স্থান কলাগাছি পর্যটনকেন্দ্র ও দোবেকী ফরেস্ট অফিস ভ্রমণ করেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার প্রবেশপথ মৌতলা বাসস্ট্যান্ডে ইউএনও মোছা. রনি খাতুনের নেতৃত্বে সরকারী কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন এবং বংশীপুর শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ ও দাবি শোনা শেষে সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট