স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়াসহ জেলার বিভিন্ন স্থান ছেয়ে গেছে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার টানানো হয়েছে। করা হয়েছে দেয়াল লিখনও।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা ও কোটালীপাড়া উপজেলা সদরের বিভিন্ন দেয়ালে এ পোস্টার ও দেয়াল লিখন দেখা যায়। তবে পুলিশ বলছে বিষয়টি তাদের জানা নেই।
বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার সাটানো হয়েছে। পোস্টারে উপরে লেখা, ‘আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে লেখা, ‘শেখ হাসিনাতেই আস্থা’। পোস্টারের একেবারে নিচের অংশে লেখা, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’। ধারণা করা হচ্ছে এই সংগঠন থেকে শুক্রবার রাতে এ পোস্টার ও দেয়াল লিখন করা হয়েছে।
বিশেষ করে কোটালীপাড়া উপজেলা পরিষদের বাউন্ডারি দেয়াল, পৌরসভার দেয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন অফিসের দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে এই পোস্টারে।
এমন পোস্টারে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের উৎসুক হয়ে এ পোস্টার দেখতে দেখা গেছে।
তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা বা গোপালগঞ্জে বিগত দিনে এ ধরনের কোনো সংগঠন চোখে পড়েনি। নতুন এই সংগঠন সম্পর্কে জানার জন্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।
এব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পোস্টার লাগানোর বিষয়টি আমার জানা নেই। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭