স্টাফ রিপোর্টার : রিপন মিয়া সরকার
রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ২৮ জানুয়ারি মিনহাজ নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে আজ ১লা ফেব্রুয়ারী বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত মিনহাজের পরিবার, সহপাঠী এবং গ্রামবাসীরা এই মানববন্ধনে অংশ নেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত মিনহাজের বাবা রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার আদরের সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে জোর মিনতি করছি, হত্যাকারীরা যেন কোনোভাবেই পালাতে না পারে এবং দ্রুত গ্রেপ্তার হয়। আমরা ন্যায়বিচার চাই।”
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “মিনহাজের মতো আর কোনো নিরীহ মানুষ যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়, তার জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অপরাধীরা যাতে রাজনৈতিক আশ্রয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে সরকার ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা দ্রুত বিচার চাই।”
মিনহাজকে হত্যা করার পর থেকেই তার পরিবার ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার সহপাঠী ও স্বজনরা।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭