মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতি মৃত্যু হয়েছে। সোমবার ৩ জানুয়ারী, সকাল ১০.৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।
বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মৌজার মিতাইঝিরি গুন্ডার টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ওই খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন। গতকাল রোববার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।
চিকিৎসকের বরাত দিয়ে বন বিভাগের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়।আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি। পরে নিয়ম অনুসারে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।