মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
সীতাকুণ্ডে সীতাকুণ্ড নিউজ২৪ নামক একটি নাম ও ঠিকানা বিহীন ফেক আইডির মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো: সালাউদ্দিন।
গত ১ ফেব্রুয়ারি মধ্যরাতে সীতাকুন্ড নিউজ২৪ নামক একটি নাম, ঠিকানাবিহীন ফেক আইডি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাউদ্দীন কুমিরা, বাশঁবাড়িয়া উপকূলীয় এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে মর্মে ভিডিও প্রচার করে তাঁর ছবি দিয়ে। যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন উনার দাবী। বরং তিনি বালু তোলার বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন,এবং বাধা ও দিয়েছেন।
এ ব্যাপারে তিনি সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন সীতাকুণ্ড নিউজ ২৪ আইডির বিরুদ্ধে। তাঁর অভিযোগে আরো উল্লেখ্য করেন,যে এই ফেক আইডিটির অপারেটর ও স্হান উল্লেখ না করে সীতাকুণ্ড উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। থানা অভিযোগে তিনি উক্ত ফেক আইডির অপারেটর কে চিক্তিত করে আইনগত ব্যবস্হা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য,যে অভিযুক্ত সীতাকুণ্ড নিউজ২৪ আইডি ছাড়াও আরো বেশ কয়েকটি নানান নামে ফেক আইডি রয়েছে, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে কেউ ব্যক্তি আক্রোশে এসব ফেক আইডিগুলো চালাচ্ছে।কাজী মো:সালাউদ্দিন আরও জানান,সীতাকুণ্ড নিউজ২৪ এর মতো একাধিক ফেক সক্রিয় রয়েছে,যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।তিনি প্রশাসনের প্রতি এই সব ফেক আইডির অপারেটরদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।যাতে ভবিষ্যতে এ ধরনের গুজব ও অপপ্রচার বন্ধ হয়।এই ধরনের প্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার এবং বিভ্রান্তি না হওয়ার আহবান জানান তিনি।