নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটায় সেচের মর্টারের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক জনের। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন- সে একজন কৃষক। মর্টারের তার ঠিক করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- বিকাল চার টার দিকে দক্ষিণ বড়ভিটা গ্রামের মৃত তফসির উদ্দিনের পুত্র ফারুক হোসেন (৫৫) তার সেচের মর্টারের তার ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে লোকজন গিয়ে দেখতে পায় মর্টারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান-এখনও এরকম কোন ঘটনার খবর পাইনি।