মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।
ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রমের অংশ হিসেবে
১। ১৬ ফেব্রুয়ারি: সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়।
২। ১৭ ফেব্রুয়ারি: খানখানাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়।
। ১৮ ফেব্রুয়ারি: কালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়।
৪। ১৯ ফেব্রুয়ারি: বৈলছড়ি ইউনিয়ন, বৈলছড়ি নজমুন্নেসা উচ্চ বিদ্যালয়।
৫। ২০ ফেব্রুয়ারি: বাহারছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।
৬। ২২ ফেব্রুয়ারি: কাথরিয়া ইউনিয়ন, কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয়।
৭। ২৩ ফেব্রুয়ারি: সরল ইউনিয়ন, মিনজিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮। ২৪ ফেব্রুয়ারি: পুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।
৯। ২৫ ফেব্রুয়ারি: শীলকূপ ইউনিয়ন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়।
১০। ২৬ ফেব্রুয়ারি: চাম্বল ইউনিয়ন, চাম্বল উচ্চ বিদ্যালয়।
১১। ২৭ ফেব্রুয়ারি: গণ্ডামারা ইউনিয়ন পরিষদ কার্যালয়।
২৮। ফেব্রুয়ারি: পুইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়।
১৩ । ১ মার্চ: শেখেরখীল ইউনিয়ন পরিষদ কার্যালয়।
১৪। ২ মার্চ: ছনুয়া ইউনিয়ন, হোসাইনিয়া মাদ্রাসা।
১৫। ৩ মার্চ: বাঁশখালী পৌরসভা কার্যালয়।
বাঁশখালী উপজেলার ভোটারদের বায়োমেট্রিক (ছবি তোলা) গ্রহণের সময় ও স্থান নির্ধারণ করেছে উপজেলা নির্বাচন অফিস। উপজেলার ৩ ১৪টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় গত ২০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাদের কাগজপত্র সংগ্রহ করা হয়েছে, তাদের বায়োমেট্রিক গ্রহণ করা হবে। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা জানান, এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক মহিলাদের ছবি তোলার সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং পুরুষদের জন্য দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যাতে তারা শান্তিপূর্ণভাবে বায়োমেট্রিক ১২ কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা।