মোঃ মাকিদ হায়দার বিরামপুর,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ৫নং বিনাইল ইউনিয়নের মন্দীরা গ্রামে আজ ৮ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪ টার দিকে মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দূর্বৃত্তরা।
ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করতেছিল, মোঃ আবু হানিফ ৪৫ ও তার পরিবারের সদস্যরা,আজ দুপুরে মোঃমজিবর রহমানের ছেলে মোঃ আবু হাসিম যখন জমি চাষ করতে যায় তখন তারা বাধা দেয়, সেখান থেকে ফিরে এসে বাসায় মোঃমজিবর রহমান কে ও তার পুত্রবধূকে মারধর করে এক পর্যায়ে কোদাল দিয়ে মজিবর রহমানের মাথায় কুপ দেয় সাথে সাথে তিনি মাটিতে পড়ে কাতরাতে থাকে,গ্রামবাসী সকলে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
মোঃ মজিবর রহমান আরো বলেন যে, এর আগেও আমাদেরকে অনেক বার হুমকি দিয়েছিল, তখন তারা বিরামপুর থানায় অভিযোগ দেয় এবং থানায় সালিসি হয় তখন আবু হানিফ ও তার পরিবারের লোকজন জমির কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাদেরকে জমিতে যেতে নিষেধ করে।
এ ঘটনায় বিরামপুর থানায় মোঃআবু হাসিম একটা অভিযোগ দাখিল করে,এবং বিরামপুর থানা আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।