মোঃ আবুল কালাম আজাদ গাজীপুর গাছা প্রতিনিধি
০৬/০২/২৫ আনুমানিক ভোর ০৪:৩০ এর দিকে এয়ারপোর্ট হইতে টঙ্গী যাওয়ার পথে উত্তরা জসিম উদ্দিন বাসস্ট্যান্ডের একটু আগে অজ্ঞাত এই মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা যায় বাস থেকে ফেলে দেওয়া হয়েছে অথবা আত্মরক্ষার্থে উনি নিজেই লাফ দিয়েছে। বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় এম সি ইউ হাসপাতলে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, শ্বাস-প্রশ্বাস নিচ্ছে কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারতেছে না ব্রেনে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।পরিচয় সনাক্ত করার মতো কোনো কিছুই ছিল না তার সাথে। কেউ চিনে থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন। এস আই - ইফতেখায়ের ০১৭১৯৮৪১৯৪০
অথবা ০১৭১৮২৬৫২১৪ যোগাযোগ করতে বলা হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো নিকট আত্নীয় স্বজনের খোঁজ মেলেনি। আজ ১০/০২/২০২৫ পর্যন্ত হাসপাতালে আছেন। তার পরিবারকে যেনো ফিরে পেতে পারে আমরা সে কামনা করছি।