মিলন বৈদ্য শুভ,রাউজান চট্রগ্রাম (প্রতিনিধি) :
রাউজান পূর্ব চিকদাইর মল্লিক বাড়ি শ্রী মন্দির উৎসর্গ অনুষ্ঠান ও দেবী মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে শত শত ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
ধর্মীয় উৎসবের মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পূজা-অর্চনা,গণেশ পুজা,নারায়ণ পূজা,মঙ্গল আরতি ও বেদমন্ত্র যজ্ঞ উচ্চারণের মাধ্যমে শ্রী মন্দির উৎসর্গ ও দেবী মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়।
প্রধান পুরোহিতের নেতৃত্বে ধর্মীয় রীতিনীতি অনুসারে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়, ভক্তদের মধ্যে ধর্মীয় ভাবাবেগ ছড়িয়ে পড়ে তারা একসঙ্গে মায়ের কৃপা প্রার্থনা করেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চন্দন মল্লিক,রূপক মল্লিক,সুপক মল্লিক,মিথুন মল্লিক,মিশু মল্লিক,রিপন মল্লিক,প্রিয়ম মল্লিক রিদিদ্ধ মল্লিক,ফাল্গুনী মল্লিক প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে প্রসাদ বিতরণ, কীর্তন ও সন্ধ্যা আরতির মাধ্যমে সমাপ্তি ঘটে।
ভক্তরা বক্তব্যে জানান, প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের ধর্মীয় আয়োজন করা হবে, যাতে ভক্তরা তাদের আধ্যাত্মিক জীবন আরও সুদৃঢ় করতে পারেন,এমন এক পবিত্র আয়োজনে অংশ নিয়ে ভক্তরা পরম শান্তি অনুভব করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।