1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে ৫’শ ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রামগঞ্জ প্রবাসী সিটি প্রকল্পের কোটি টাকা প্রতারণা: ভুক্তভোগীদের অভিযোগ 

রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীদের বিনিয়োগ করা কয়েক কোটি টাকা ব্যয়ের রামগঞ্জ প্রবাসী সিটি নামের একটি আবাসন প্রকল্প নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে প্রকল্পের পাওয়ার অব অ্যাটর্নি গাজী ইসমাইল হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ , রামগঞ্জ প্রবাসী সিটি নামের এ প্রকল্পের সদস্যদের থেকে ৭ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করে এ টাকা থেকে কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তিনি । এমনকি সন্ত্রাসী কায়দায় তাদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে ২০১৪ সালে ৪০ জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে রামগঞ্জে একটি আবাসন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য উদ্দেশ্য ছিল, সবাই মিলে বিনিয়োগ করে একটি বহুতল ভবন নির্মাণ করে সমান মালিকানা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে ২৬ জন সদস্যের নামে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে ২৮ শতাংশ জমি ক্রয় করে রেজিস্ট্রি করা হয়। আরও ১৪টি শেয়ার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের নামে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সবাই প্রবাসে থাকার সুযোগে প্রায় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছেন ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেন। এই অর্থের কোনো হিসাব দিচ্ছেন না তিনি এবং নিজের নামে রাজধানী ঢাকায় জমি ও ফ্ল্যাট কিনেছেন। তার সহযোগী ২নং অভিযুক্ত নুরুল হুদা (মনা) অবৈধভাবে আরও ৬টি শেয়ার নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জাকির হোসেন বলেন, “আমরা বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করেছি, ভালোবাসার জায়গায় বিনিয়োগ করেছি। কিন্তু আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা আমাদের টাকা আত্মসাৎ করেছেন। আমরা আমাদের প্রাপ্য টাকার হিসাব চাই।”

অন্য এক বিনিয়োগকারী বলেন, প্রকল্প যখন দেখতে যাই, তখন অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। এমনকি আমাদের জোরপূর্বক স্টাম্পে সই নেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মোহাম্মদ আবুল বাশার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

এছাড়া, প্রতারিত বিনিয়োগকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দ্রুত সুবিচার চেয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের বক্তব্য একাদিকবার চেষ্টা করে ও নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট