মোঃ রাছেল আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া রাজিহার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম ভাল্লুকশী কালাইয়া মৌজায় বৈরাগী বাড়ির ভক্তি দেবীর মন্দিরে বাৎসরিক মহা উৎসব পালন করেন। পরিচালনায় সার্বজনীন পূজা কমিটি। ভাল্লুকশী ৫ নং ওয়ার্ড বৈরাগী বাড়ি চিত্তরঞ্জন চকিদারের স্ত্রী ভক্তি রানী দীর্ঘ ৩০ বছর যাবত এই মহোৎসব পালন করে আসছেন । প্রতিবছরের ন্যায় এবছরও এই মহা উৎসব জাঁকজমক করে পালন করেন ভক্তি রানী। ভক্তি রানী বলেন, দীর্ঘ ৩০ বছর আমি এবং আমার ভক্তদের চেষ্টায় আমি এই অনুষ্ঠান করে আসছি। দুর্গাপূজায় সরকারি সহযোগিতা থাকলেও এই মহা উৎসবে নেই কোন সহায়তা, তার পরও আমার এই অনুষ্ঠান করে যাবো এবং আগামীতে মহা উৎসব যেন আরো সুন্দরভাবে উদযাপন করতে পারি তাই দলবল নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।