নিকশন চাকমা (রাঙামাটি প্রতিনিধি )
রাঙামাটির কাউখালী থানা পুলিশের রবিবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা দুই দিনের অভিযানে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে ৫ জনকে ও সোমবার রাতে ২ জনকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম সোহাগ জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে বিভিন্ন জায়গা থেকে বিকাশ কান্তি দাশ, জাফর আহম্মদ, শাহিন হাওলাদার, মো. ইরফান আলী, বিকাশ দে, নুরুল ইসলাম লিটন আটক করা হয়। এছাড়া জাকির হোসেনকে অন্য একটি ঘটনায় আটক হয়েছে।