লেখক: মোঃ ইমন মোল্যা
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা ,
দেশ মাতারই মুক্তিকামী দেশের সে যে আশা ।
দধূর্চী কী ইহার চেয়ে সাধক ছিল বড় ?
পূর্ণ্য এতে হবে নাকো সব করিলেও জড় ।
মুক্তিকামী মহা সাধক মুক্ত করে দেশ ,
সবারই যে অন্ন যোগায় নাইকো গর্ব লেশ ।
ব্রত তাহার পরের হিত সুখে নাই চাই নিজে-
রৌদ্রদাহ তপ্ত অনু মেঘের জলে ভিজে ।
আমরা দেশের মাটির ছেলে করি নমস্কার ,
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।