প্রতিনিধিঃ মোঃ রুবেল হোসাইন
অপারেশন ডেভিল হান্ট:বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম হাওলাদার ও
বাউফল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহাগ শিকদারকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
এদের মধ্যে চেয়ারম্যান মঞ্জুরুল আলম কে আদাবাড়িরা ইউনিয়ন কাশিপুর বাজার থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট সময় গ্রেফতার করা হয় ।
সাবেক ছাত্রলীগ সভাপতি বাউফল সদর ইউনিয়ন সোহাগ সিকদার কে রাত ৯ টার সময় যৌথ বাজার থেকে গ্রেফতার করা হয় ।
বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদারকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার এজাহারভূক্ত আসামী ছিলেন।
এই দুই জন কে
আগামীকাল শুক্রবার পটুয়াখালী আদালতে পাঠানো হবে।