বন্ধু মানে গভীর রাতে
হঠাৎ টেলিফোন ,
বন্ধু মানে কথার মাঝে
হারিয়ে যাওয়া মন,
বন্ধু মানে হাসি ঠাট্টা
জয় পরাজয় ,
বন্ধু মানে অশ্রু ফেলার
নিরব আশ্রয় ।
বন্ধু মানে অবহেলা নয় ,
বন্ধুকে আপন করে নিতে হয়,
কাছের হলেই কী আপন হয় ,
সব বন্ধু বন্ধু নয় ,
বন্ধু তো সে হয় ,
যে সব বিপদে পাশে রয় ।
বন্ধু হলো সুখ-দুঃখের সাথী ,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!