মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি সালথা।
ফরিদপুরের সালথায় গতকাল থেকে শুরু হয়েছে উনবিশ শতাব্দীর মহা সাধক হযরত শাহ সুফি মাওলানা খাজা মদন হাজী আল কাদেরী আল চিশতিয়া (রঃ) এর ১৩৮ তম ওরশ শরীফ।
চার দিনব্যাপী চলবে এই ওরস শরীফ। ওরশ শরীফকে কেন্দ্র করে প্রতিবছর হাজী বাড়ির আঙ্গিনায় তিন দিনব্যাপী বসে জমজমাট মেলা। গতকাল অবশ্যই মেলায় দ্বিতীয় দিন। সার জমিনে ও স্থায়ী সূত্রে জানা যায়, শাহসীম মাওলানা খাজা মদন হাজী আল কাদেরী আল চিশতী (রঃ) একজন কামেল ও আল্লাহ তায়ালার ভালো ব্যক্তিত্ব ছিলেন। তার স্মরণে প্রতিবছরে ম*** পূর্ণিমাতে একটানা চার দিন চলে ওরস। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসতে থাকে। এখানে জিকির আজগার মিলাদ মাহফিল ও বিভিন্ন ধর্মীয় হুকুম হাকাম পালন করে ভক্তরা হাজার ভক্তদের আগমনে জমে উঠেছে হাজী বাড়ির ওর শরীফ মেলা। শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মদন হাজির ওরস শরীফ।