সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
সাংবাদিক হলো জাতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তাই দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সঠিক ও গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। যদি কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে পুলিশ প্রশাসন অবশ্যই সর্বাত্মক সহায়তা করবে। এমনটাই মন্তব্য করেছেন মতবিনিময় সভায় রাউজান থানার নবাগত ওসি মনিরুল ইসলাম ভূইয়া। রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে রাউজান থানায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, কর্মকর্তা কাজী সরোয়ার খান মঞ্জু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ.কে বাবর, সহ-দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপণ বিশ্বাস সহ আরো অনেকেই।