1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ’ সপ্তাহ উদযাপন করবে বাগেরহাটের মৎস্য বিভাগ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ৪ বছরের শিশু বাচ্চা পুকুরের পানিতে ডুবে মৃত্যু শশুর বাড়ির বাইক নিয়ে একটা কবিতা স্ত্রীকে তালাকের ১২ দিনের মাথায় ধর্ষণ করলো ছাত্রলীগ কর্মী চাটমোহরের রামপুরে অবাধে মাটিকাটা চলছে গাজায় গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল বাংলাদেশের রাজনীতি’ ফেক আইডি চালানো সন্দেহে আটক সিথীর জামিন গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশসংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গাঁজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল বাগেরহাট, জিহাদের ডাক ও ইসরাইলি পণ্য বর্জনের অঙ্গীকার

শ্রীমঙ্গলে দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলে প্রতিহত করা হবে: সাবেক মেয়র মহসিন মিয়া 

মলভীবাজ জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, ‘আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট করে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে জনগন তাদের প্রতিহত করবে।’ এজন্য তিনি স্থানীয় সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।

সাংবাদিকদের উদ্যেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় ৫ ই আগস্ট থেকে দেশের এই ক্রান্তিলগ্নে শ্রীমঙ্গলের জনগণের নিরাপত্তা স্বার্থে কাজ করে যাচ্ছি। নির্ণয়ের মানুষের কথা চিন্তা করে আমরা বিনা লাভের বাজার বসিয়েছি। এতে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। আসন্ন রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য স্বল্প আয়ের মানুষদের নাগালে রাখতে বিনা লাভের বাজারকে আরো বিস্তৃত করা হবে বলে জানান তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আসন্ন রমজানে বাজারে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি ডাকাতি ও সন্ত্রাসী তৎপরতা নির্র্মূলসহ সরকারের বিভিন্ন কর্মকান্ডে সহযোগীতার লক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মহসিন মিয়া মধু বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃংখলা নিয়ন্ত্রনে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, এতে করে শ্রীমঙ্গলবাসী শান্তিতে থাকতে পারবেন। তাদেরকে সহযোগিতা করলে দেশকে সহযোগিতা করা হবে। ড. ইউনুস এর সরকার কোনো দলীয় সরকার নয়, সকলের সরকার। তারা জনগনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কর্মকান্ডকে সহযোগিতা করতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সরকারের সমালোচনা করব- কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেবো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন ব্যক্তির দ্বারা দল কিংবা দেশ ক্ষতিগ্রস্থ হলে শুধু বহিষ্কার নয় তাকেঊ চিহ্নিত করা হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে প্রতিহত করা হবে।’ তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, বিএনপি নেতা আবুল মঈন গোফরান, মীর এম এ সালাম।

এ সময় সাবেক মেয়র,বিএনপি নেতা মহসিন মিয়া মধুর প্রশংসা করেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় ৫ আগস্ট থেকে অদ্যবধি পর্যন্ত মহসিন মিয়ার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি থেকে মুক্ত রাখার চেষ্টায় দীর্ঘ প্রশংসাসহ বাজার মুল্য এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য সাংবাদিক মোঃ কাওছার ইকবাল,এম ইদ্রিস আলী, আ.ফ.ম আব্দুল হাই ডন, এম এ রকিব, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সাইফুল ইসলাম, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, ইয়াছিন আরাফাত রবিন, রূবেল আহমেদ, অরবিন্দ দেবসহ অনেকেই আলোচনায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট