লেখক: মোঃ ইমন মোল্যা
বাবা মানে বটবৃক্ষ
বিশাল তাঁর ছায়া ।
বাবা মানে ?
সর্বাধিক শক্তিশালী নৈতিক শিক্ষা।
বাবা মানে ?
সুখের প্রতিটি মুহূর্ত।
বাবা মানে ?
জড় কলম, সাদা পাতায় লিখন।
বাবা মানে ?
আবদার পূরণ করার পাত্র,
যার নেই কোনো স্বার্থ।
বাবা মানে ?
বাবার নামে, আমাকে সকলে চেনা।
বাবা মানে ?
তার সাথে প্রথম পথ চলতে শেখা।
বাবা মানে ?
প্রথম শিক্ষার আলো, নিরাপদ আশ্রয়।
বাবা মানে ?
পুরোনো ড্রেসে নতুন মনোভাব,
বাবা দেখতে দেয় না অভাব।
বাবা মানে ?
গুরুজনদের সম্মান করা শেখানো।
বাবা মানে ?
গল্পের আড়ালে থাকা – একজন মহানায়ক।
“বাবার পকেট খালি তবুও,
বাবাকে না বলতে শুনিনি।
আমি বাবার চাইতে ধনী কাউকে দেখিনি “।