সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানের মধ্যে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, দোলনা আক্তারকে ২০১৮ সালের ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ সোমবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা