জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৪ই ফেব্রুয়ারী তারিখ শুক্রবার রাতে শ্যামকুড় বিওপি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাইলবাড়ীয়া গ্রামের মাঠের মধ্য হতে আসামীবিহীন ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
১৫ই ফেব্রুয়ারি শনিবার বিকালে নতুনপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নতুনপাড়া গ্রাম থেকে আসামীবিহীন ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ১৫ই ফেব্রুয়ারী তারিখ শনিবার বিকালে মাধবখালী বিওপি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাধবখালী গ্রাম থেকে আসামীবিহীন ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
অদ্য ১৫ই ফেব্রুয়ারী তারিখ শনিবার দুপুরে গয়েশপুর বিওপি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গয়েশপুর গ্রাম থেকে মালিকবিহীন ৩,৭৩০ পিচ বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ উদ্ধার করেন।
অদ্য ১৫ই ফেব্রুয়ারী তারিখ শনিবার সকালে সামন্তা, বাঘাডাংগা এবং খোসালপুর বিওপি ক্যাম্পের সদস্যদের নিয়মিত টহল চলাকালীন অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৬জন বাংলাদেশী নাগরিক কে আটক করেন। এবং আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।