রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষক দলের সহসভাপতি জাহান উদ্দিন মোল্লাকে কুপিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কৃষক দল নেতার মেয়ে জাহানারা আক্তার বাদী হয়ে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, জোরপূর্বক ২টি দোকান ঘর দখল করাকে কেন্দ্র করে এ সংর্ঘসের ঘটনা ঘটিয়েছে তারা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহম্মেদ বলেন, এ সংবাদ পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে,গতকাল শনিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে তার উপর হামলা চালায় তার বোন জামাই আব্দুলের নেতৃত্বে শহিদুল ইসলাম, অহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম,আব্দুল আলী খা, রাখি খাতুন, শিবলী বেগমসহ ১০/১২ জন। হামলায় কৃষকদলের নেতা জাহান উদ্দিন ছাড়াও আহত হয়েছে বাবু নামের একজন।
এ হামলায় উপজেলা কৃষক দলের সহ সভাপতি জাহান উদ্দিন মোল্লার হাতে কোপ মারা হয়। এ ঘটনায় উভয় পক্ষে মধ্যে উত্তেজনা লক্ষ করা যায়। এ ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যায় ভাংচুরের ঘটনা ঘটেছে।