স্টাফ রিপোর্টার : রিপন মিয়া সরকার,
২০ বছর পূর্তি পুর্নমিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ও নরসিংদী জেলার এবং নারায়ণগঞ্জ জেলার এই তিন জেলার তিন থানার, পদ্মা নদীর গা ঘেঁষে স্বপ্নদ্বী রিসোর্ট ঘরে উটেছে এক মনরুম পরিবেশে। এ যেন সাগরের বুকে একটি মনোরম পরিবেশ যেখানে চারুদিকে পানি থৈ থৈ করছে মাঝখানে ছোট্ট একটা দ্বীপ তারই নাম স্বপ্নদ্বীপ। দীর্ঘ ২০ বছর পর প্রাক্তন বন্ধু এবং বান্ধবীদের নিয়ে এক চমকালো মিলন মেলার আয়োজন করেছে ২০০৫ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন। আহ্বায়ক চিকিৎসক সাংবাদিক : রিপন সরকার এবং আরো সহযোগিতায় ছিলেন উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শাহ আলম, আব্দুল হামিদ, মোবারক হোসেন, মো: আবু মুছা,জাকির হোসেন এবং আরো উপকমিটিতে ছিলেন কামরুল হাসান (ফ্রান্স প্রবাসী)
বিল্লাল হোসেন (সৌদি আরব প্রবাসী) রৌশনারা আক্তার ডালিয়া, জুয়েল রানা, বিল্লাল হোসেন শ্যামল দেবনাথ।উপদেষ্টা কমিটিতে ছিলেন, ডা: নাজমুন নাহার এশা, বিশিষ্ট শিল্পপতি কামাল পাভেজ। উক্ত পুনমিলনী অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের জন্য কমন গিফট উপহার দিয়েছেন, কামরুল হাসান (ফ্রান্স প্রবাসী) সকলের জন্য ক্রেস্ট প্রদান করেছেন বিশিষ্ট শিল্পপতি কামাল পারভেজ। সৌজন্যে : নিউ সরকার সাইজিং মিলস, এ আর এন্টারপ্রাইজ, রূপসদী টেক্সটাইলস এন্ড সাইজিং মিলস।
স্বত্বাধিকারী : কামাল পারভেজ। আরও সহ যোগিতায় ছিলেন রৌশনারা আক্তার ডালিয়া।আরো অনেকে অনেক ভাবে উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন দীর্ঘ ২০ বছর পরে সবাইকে একসাথে দেখে অনেক আনন্দ লাগছে, মনে হয় যেন সেই শৈশবে আজকে আবার চলে আসলাম এ যেন এক মনের মিল প্রাণের আশ্বাস দীর্ঘই মিলন মেলা। আরো অনেক বন্ধু এবং বান্ধবীরা স্মৃতিচারণ করেন এবং সবশেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয় ও বাচ্চাদের বিভিন্ন কবিতা, গজল, কোরআন তেলাওয়াত ইত্যাদি আবৃত্তি ছিল এবং মেয়েদের জন্য একটা খেলার আয়োজন ছিল এবং বন্ধুরা গান পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানের মূলতব্য ঘোষণা করেন এবং সমাপনী বক্তৃতা রাখেন আহ্বায়ক রিপন সরকার