1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

সাংবাদিকদের হেনস্থাঃ রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ ও তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পেশাগত দায়িত্ব পালনকালে বিজয় টিভি, দৈনিক পূর্বদেশ, দৈনিক যুগান্তর পত্রিকার রাউজান প্রতিনিধি এবং রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরীসহ সম্প্রতি কয়েক সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকবৃন্দ।

এদিকে সাম্প্রতিক সময়ে কয়েক সাংবাদিক লাঞ্চিতের ঘটনা এবং কর্মরত সাংবাদিকদের নিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভ্রান্ত তথ্য ছড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। এইসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা।

গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন ‘বতর্মান অন্তবর্তি সরকার সাংবাদিকদের উপর আন্তরিক, সে জায়গায় এই ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

বিবৃতিদাতারা বলেন ‘সাংবাদিকরা যেকোন সংবাদে কখনো নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ নেই। অতীতে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতেও কখনো নিজস্ব মতামত ছিলনা। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন অতীত এবং বর্তমানে যে কেউ যখনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে এসেছেন সংবাদকর্মীরা শত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সংবাদ সংগ্রহ করে এসেছেন এবং করছেন। সেটাই হলো সাংবাদিকদের অর্পিত দায়িত্ব। এতে সকলের সহযোগিতা থাকা আবশ্যক। এতে কোন মহল যদি না জেনে, না বুঝে সাংবাদিকদের উপর আক্রোশ পোষণ করে তা হবে বোকামি। বিবৃতি দাতারা ভবিষ্যতে সবাইকে এ ধরণের আচরণ থেকে বিরত থেকে দায়িত্বশীল হওয়ার আহবান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান প্রশাসনের প্রতি। ভবিষ্যতে এরকম কোন ঘটনার চেষ্টা করা হলে, রাউজান তথা দেশের সংবাদকর্মীদের সহযোগিতা নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিদাতারা হলেন, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, কর্মকর্তা কাজী সরোয়ার খান মঞ্জু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দিন, দপ্তর সম্পাদক এ.কে বাবর, সহ-দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপণ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য এ.এম মামুনুর রশিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট