লেখক: মোঃ সৌরভ আহাম্মেদ
আজ তোমাকে বড় মনে পড়ছে মনে পড়ে?
আজ হতে হাজার বছর আগে!
পূর্বজন্মের তোমার আমার মিলন-বিচ্ছেদ!
আজ তোমাকে বড় মনে পড়ছে
তুমি সখিদের সঙ্গে-সরবরে স্নান-
করতে যেতে আমি পাশে চড়াতাম গরু
বাঁশি বাজিয়ে যেতাম অনবরত!
তুমি মুগ্ধ হতে-শুনে সে সূর
আজ তোমাকে বড় মনে পড়ছে!
আচ্ছা তোমার মনে পড়ে?
বৃন্দাবনে আমাদের প্রেমলীলা।
তোমার কোলে মাথা রেখে আকাশ দেখছি।
ঘাসবনে ঘুমিয়ে আছো তুমি
আমি তোমার পাশে-আধাশোয়া হয়ে
জেগে আছি-দেখছি তোমার
নীরব ঘুমিয়ে থাকা!
অপলক চোখে-আবার ভয় হচ্ছে কোন
কারনে তোমাকে হারিয়ে ফেলবো না তো!
আজ তোমাকে বড় মনে পড়ছে।