রিপন মিয়া সরকার বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঞ্ছারামপুর উপজেলা টিমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।বাঞ্ছারামপুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মো. রাসেল মিয়ার সঞ্চলনায় সভাপতিত্ব করেন ইমন হাসান ।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা উদ্বোধন করেন ফেরদৌস আরা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম (অব.), পিএসসি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খোকা,বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মীর আব্দুল হালিম,কল্যাণ সমিতির সহ প্রচার সম্পাদক ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক,হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.মজিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল এন্ড নার্সিং কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: সফিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, জিসান সরকার, ওমর ফারুক প্রমুখ।
এতে উপজেলার প্রায় সহস্রাধিক অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
জনসেবামূলক এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ জনগণের কাছ থেকে প্রশংসা অর্জন করে।