মেহেদী হাসান খোকা,ব্যুরো প্রধান।
বিএনপির মহানগরের সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারকে স্কুল কমিটির পরিষদে ১ নম্বরে না রাখার জেরে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে মাহিন্দ্রা চালক, শ্রমিক দলের নাম ধারী কাওসার ডাকুয়া ও তার দলবল রুপাতলী থেকে পাঠিয়ে জিয়া সিকদারের হুকুমে অবরুদ্ধ লাঞ্চিত নাজেহাল করলেন শ্রমিক দলের কর্মীরা। এই সময় ছবিতে প্রতিয়মান হয় যে বরিশাল মহানগর শ্রমিক দলের সদস্য সচিব বোড শহিদুল ও জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাইফুলের মদদে কাওসার ডাকুয়া ছিলো মার মুখি। এই খবরটি নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়লে।বরিশাল স্কুল শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।এই সময় ক্ষগণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে শ্রমিক দলের নেতা-কর্মীরা ও বোড শহিদুল,ছ্যাচড়া সাইফুল ও কাওসার ডাকুয়া সটকে পড়েন। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়াতে। এরকম পদে পদে শিক্ষক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শ্রমিক দলের নেতা কর্মী দ্বারা লাঞ্চিত হলে শিক্ষিত সমাজ বিএনপিকে পছন্দ করবে না বলে এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়। বরিশাল শিক্ষা বোর্ডে এই প্রথম এরকম ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন যারা শিক্ষকদেরকে লাঞ্চিত করে তারাই সমাজের কুলাঙ্গ ছাড়া আর কিছুই নয়। তিনি এইসব শ্রমিক নেতা দ্বারা দল বা সমাজে ভালো কিছু আশা করা যায় না। তাই এদেরকে দল থেকে বহিষ্কার করে। শাস্তির ব্যবস্থা করা না হলে বিএনপি’র প্রতি শিক্ষক সমাজের একটি বিরুপ প্রভাব বা মনভাব চলে আসবে বলে তিনি মনে করেন।এই বিষয় জানার জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ও মাহনগরের সদস্য সচিব জিয়া শিকদারে মুঠ ফোনে ফোন দিলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সেল ফোন বন্ধ পাওয়া যায়। আর জিয়া শিকদার ফোন রিসিভ করেনি।