নুর হোসেন:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজার এলাকায় প্রবাহমান একটি খাল দখল ও ভরাট করে নিজ বাড়ির ব্রীজ নির্মাণ করছে স্থানীয় শামছল হক। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছে স্থানীয় কৃষকরা ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩০ ফুট খালের প্রায় ২৫ ফুট দখল ও ব্লক করে ব্রীজ নির্মাণ করছে শ্রমিকরা।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় এরশাদ আলী বেপারীর ছেলে শামচুল হক (৬৮) ওই ব্যক্তিগত ব্রিজ নির্মাণ করাচ্ছেন।
শামসুল হকের ছেলে হাফেজ সোয়েব খালের জমি তাদের ওয়ারিশি জমি বলে দাবি করেন। সে জমিতেই ব্রীজ নির্মাণ করছেন।
ভুক্তভোগী নাম না প্রকাশে কয়েকজন কৃষক জানান, এই ব্যক্তিগত ব্রিজের কারনে তাদের ফসলাদির পানি নামতে সমস্যার সম্মুখীন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাহাত উজ জামান বলেন, ‘খাল দখল করে ব্যক্তিগত ব্রীজ নির্মাণ করা অন্যায়। যা পরিবেশের জন্য খুবই হুমকি।’ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।