মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহী জেলার পবা উপজেলায় আলুর কোল্ডস্টোরেজ মালিকরা রাতারাতি আলুর ভাড়া দিগুন করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগে যেখানে আলুর ভাড়া ৪ টাকা ছিল এখন সেই ভাড়া দিগুন করায় ৮ টাকা কেজি দরে কোল্ডস্টোরেজ ভাড়া দিগুন করে। ফলে এলাকায় কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।একে তো আলুর দাম বাজারে কম তার ভিতরে কোল্ডস্টোরেজ মালিকরা রাতারাতি সিন্ডিকেট করে ভাড়া দিগুন করে। ফলে কৃষকদের দেখার কেউ নেই।এ যেন মরার উপর খাঁড়ার বাড়ি।এই কৃষক সমাবেশ উপস্থিত ছিলেন পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিএনপির পবা মোহনপুর উপজেলা এমপি ক্যান্ডিডেট প্রার্থী শফিকুল হক মিলন আরো উপস্থিত ছিলেন বিএনপির ও জামায়াতের রাজনৈতিক নেতাকর্মীরা।