জুবায়ের রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে সদস্য ফরম বিতরণ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের আয়োজনে সরকারি কেশবচন্দ্র (কেসি কলেজ) কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দীন সম্রাট ও নূর এ আলম।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মিরাজ হোসেন, ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, সিটি কলেজ ছাত্রদল নেতা সাকিব আহমেদ, মুন্না, হৃদয় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সদস্য ফরম বিতরণের মধ্য দিয়ে ছাত্রদল আরো শক্তিশালী ও সংগঠিত হবে। ছাত্রদলের রাজনীতি দমিয়ে রাখতে নানা অপপ্রচার শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করবে ছাত্রদল।
এসময় বক্তারা নবীন শিক্ষার্থীদের ছাত্রদলে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।