মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চেয়ারম্যান বিহীন স্থবিরতা দেখা দিয়েছে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রমে।
ইউপি সুত্রে জানা যায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানকে গত ১ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখে উপজেলা বিএনপির অফিস ভাংচুরের মামলায় গ্রেফতার করে গাইবান্ধা জেল হাজতে প্রেরন করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরে প্যানেল নির্বাচয় হয়। সেই প্যানেল কে বাতিল করে, নতুন করে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার জন্য জোড় তাগিদ চালানো কে কেন্দ্র করে পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
কয়েকজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান না থাকায় ও বর্তমানে প্যানেল চেয়ারম্যানের অনুমোদন আসতে দেরী হওয়ায় জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স,পরিচয়পত্র না পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন৷ জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় ভোটার হালনাগাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷
তারা আরো বলেন, চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল দিতে না পারায় ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড অনুমোদনে জটিলতা তৈরি হতে পারে। ফলে উপকারভোগীরা সরকারের দেওয়া অনুদান থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় আছেন।
মহিমাগঞ্জ ইউনিয়নের কয়েক জন ভোটার জানান, আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সামনে ভোটার হওয়ার জন্য কাগজ পত্র গুলো সঠিক করে নিতে পারছি না। আমাদের সমস্যা গুলো জেলা প্রসাশকের কাছে দ্রুত সমাধান করার অনুরোধ করছি। সেই সাথে জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, আয় সনদ সহ বিভিন্ন প্রত্যয়ন পত্র জটিলতায় ভোগান্তি থেকে উত্তরণের জন্য প্যানেল চেয়ারম্যানের প্রয়োজনীয়তা অনুভব করছি।
উক্ত বিষয়ে মহিমাগঞ্জ ইউপি সচিব মোঃ নুর ইসলাম জানান, উর্ধ্বতন কর্মকতা, ইউএনও মহোদয় নির্দেশনা দিলে তবেই অফিসিয়াল কার্যাবলী স্বচল রাখা সম্ভব। বিশেষ করে জন্মনিবন্ধন সাইডটি চেয়ারম্যানের ইউজার আইডি থেকে উর্ধ্বতন কর্মকতাকে প্রেরণ করতে হয়। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, প্রত্যয়ন প্রদান এবং গ্রাম্য আদালত পরিচালনা চেয়ারম্যানের এখতিয়ার ভুক্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, চেয়ারম্যান না থাকার কারণে সৃষ্ট জটিলতার বিষয়টি নিয়ে আমরা জেলাতে চিঠি পাঠিয়েছি। পরবর্তী নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।