মাহবুব হাসান মারুফ:
নওগাঁয় বিএনপির সমাবেশে মিজানুর রহমান মিনু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, অন্তবর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। ছোট্ট সংস্কার করে ছয় মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। কিন্তু বিভিন্ন বিদেশী ষড়যন্ত্র, খুনি হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে। নিত্য প্রয়াজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনুস সরকারের সমালোচনা করে মিজানুর রহমান বলেন, আজকে মানুষ তাঁর ক্রয় ক্ষমতা হারিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের উপদেষ্টারা দেশ পরিচালনায় ব্যর্থ। অতি দ্রুত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের মতো জনপ্রিয়তা হারিয়েছে। ছয় মাস আগেও প্রফেসর ইউনুস বাংলাদেশসহ সারাবিশ্বে ব্যাপক সুনাম কুড়িয়েছিল। কিন্তু ছয় মাস পর তাঁর সেই সুনাম আর নেই। প্রফেসর ইউনুসকে বলতে চাই, ভালো করে চিন্তু করুন। নিজেকে দেখুন। প্রফেসর ইউনুস ছয় মাস আগে যে ইউনুস ছিলেন। সেই ইউনুস আছে কি না। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, খুব দ্রুতই সামনে নির্বাচন। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। সমস্ত কৌশল প্রয়োগ করে। জনগণের আস্থা অর্জন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান, কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, ডাক্তার মোঃ সাকলায়েন চৌধুরীসহ প্রমুখ। অনুষ্ঠানে জেলার সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।