1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

মদনে জলমহল ইজারায় অনিয়ম দুর্নীতির অভিযোগ সার্ভেয়ার নাছিরের বিরুদ্ধে।

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

নেত্রকোনার মদনে জলমহাল ইজারা নিয়ে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাছির এর বিরুদ্ধে।উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন গোবিন্দশ্রী মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হাইদুল ইসলাম নামের এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলা ভূমি অফিস ইজারা টেন্ডার ঘোষণা দেওয়ার পর ১৬ টি মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা নেওয়ার জন্য টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র জমা করেন উপজেলা ভূমি অফিসের টেন্ডার বক্সে। ফলাফল প্রকাশের পর জানা যায়, জলমহলের তীরবর্তী দূরত্ব নির্ণয় নয় ছয় করেছে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাছির। কাছের জলমহল দেখানো হয়েছে দূরে এবং দূরে গুলাকে দেখানো হয়েছে কাছে।

অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, উপজেলা গোবিন্দশ্রী মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতি বড়ধাইর জলমহল বিল এর তীরবর্তী নিকটতম হওয়া সত্ত্বেও মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতিকে ৫০ মিটার দূরত্ব বেশি দেখানো হয়েছে। হিলিপ সমবায় মৎস্যজীবী সমিতিকে ৫০ মিটার কাছে দেখানো হয়েছে। ৫০ মিটার তীরবর্তী দেখানোর কারণে উপজেলা জলমহল কমিটি টেন্ডার ইজারা ফিলিপ মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সিদ্ধান্ত গ্রহীত হয়। উপজেলা সার্ভেয়ার নাছির অসৎ উপায় অবলম্বন করে তার মনগড়া দূরত্ব নির্ণয় নয় ছয় করে হিলিপ সমবায় মৎস্যজীবী সমিতিকে ৫০ মিটার নিকটবর্তী দেখিছে। এতে মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনসহ গ্রামবাসীর মনে কোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি সরজমিনে পুনরায় তদন্ত করে সিদ্ধান্ত দেওয়ার জন্য স্থানীয়দের দাবি।

অভিযোগের বিষয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাছির জানান,আমি কোন অনিয়ম করিনি। টুকটাক ভুলরুটি হইতেই পারে।এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট