সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার:
সকল ভাষা শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি
– শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল ভাষা শহীদদের,যাদের আত্নত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। যদি এ ভাষাটা না থাকতো তবে এতো গল্প এতো কবিতা কে লিখতো, যদি এই ভাষাটা নাই থাকতো তবে মা-কে এতো মধুর সুরে কে ডাকতো।
সকলকে ২১ শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।