মোঃ রাছেল বরিশাল আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধিঃ
একুশে ফেব্রুয়ারি ২০১৫ইং বিচার বহির্ভূত ভাবে আগৈলঝাড়া নগর বাড়ির কৃতি সন্তান টিপু ও কবির কে কথিত ক্রসফায়ারের নামে বিনা ভোটের সাবেক এমপি শেখ মুজিবুর রহমানের ভাগিনা আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশে নিসংস ভাবে গুলি করে হত্যা করা হয়।আজ দশ বছর পরে একুশে ফেব্রুয়ারি গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবীতে একুশে ফেব্রুয়ারি আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর মাঠে আগৈলঝাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ জন সাধারণের জনসমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খাঁন মুকুল, বিশেষ বক্তা সহ সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদ গৌরনদী বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, সঞ্চালনায় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মদ বখতিয়ার, সঞ্জয় কুমার গুপ্ত, এ্যাড. সাজেদা বাহাদুর আখতার।এ সময় জন সমাবেশের স্থলটি জন সমুদ্রে পরিণত হয়। আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।