মোহাম্মদ নজরুল ইসলাম খোকন প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী, চকরিয়া পৌরসভার উদ্যোগে আজ ২১ শে ফেব্রুয়ারি সকাল ৭ টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে ওয়ার্ড় দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল শিক্ষা বৈঠক শাখা আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে নায়েবে আমীর ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর জনাব মুফতি হাবিবউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মাওলানা দেলোয়ার হোসেন। উক্ত প্রোগ্রামের শুরুতে দারসুল কোরআন পেশ করেন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী। উপস্থিত ছিলেন পৌর এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা জামান হোসেন নুরী, পৌরসভা ৮ ও ৯ ওয়ার্ড় (এমারত) শাখার আমীর দ্বয় জনাব মাওলানা ছৈয়দ আলম এবং এহসানুল হক সহ প্রতিটি ওয়ার্ড়ের সভাপতি এবং দায়িত্বশীল বৃন্দ।