এ বি এম রব্বানী বাপ্পি স্টাফ রিপোর্টার
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর মাতুয়াইল জোনের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক আফরাতের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, তিনি ডিপিডিসির নিয়ম লঙ্ঘন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করছেন।
ডিপিডিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত উচ্চচাপ সংযোগ থাকা সত্ত্বেও, তিনি বিপুল অঙ্কের ঘুষের বিনিময়ে আবাসিক সংযোগ প্রদান করেছে। অভিযোগ রয়েছে, তার টেবিল থেকে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। বরাদ্দ অনুযায়ী, তার আওতাধীন তিনটি ফিডার—জালকুটি, আদর্শ নগর ও সানারপাড়—থাকলেও, তিনি ইচ্ছেমতো অন্য ফিডার থেকে সংযোগ দিয়ে অবৈধভাবে টাকা আদায় করছেন।
বিশেষ করে নিম্নলিখিত সংযোগগুলো অনিয়মের মাধ্যমে প্রদান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে:
মোহাম্মদ তায়েবুর রহমান (বই ন: A27) রওশন আরা মুক্তি (বই নং: A27) মো. সোহরাব হোসেন (বই নং: T27) আশরাফুল ইসলাম (বই নং: A49)
এছাড়াও, অভিযোগ রয়েছে যে, যেখানে উচ্চচাপ সংযোগ থাকার কথা, সেখানে তিনি আবাসিক মিটার বসিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করছেন।
তদন্তে বেরিয়ে এসেছে, আব্দুল্লাহ আল ফারুক আফরাত তার আপন ভাই হাবিবুর আফরাতকে অবৈধভাবে মিটার রিড়ার নিয়োগ দিয়েছেন। এই ভাইয়ের মাধ্যমেই মিটার টেম্পারিং ও অন্যান্য অনিয়মের মাধ্যমে আদায়কৃত টাকা সংগ্রহ করা হয়।
জানা গেছে,জুরাইন জোনে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই।, উল্টো অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে মাতুয়াইল ডিভিশনে বদলি হন।
ডিপিডিসির শীর্ষ কর্মকর্তাদের দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। নইলে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি চলতে থাকলে বিদ্যুৎ সেবা খাতে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।