নিকশন চাকমা রাঙ্গামাটি প্রতিনিধি
প্রহর ১২.০১ মিনিটে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একুশের ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মে. জে. (অব.) অনুপ কুমার চাকমা রাঙামাটির কেন্দ্রীয় শহিদ মিনারে মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পুস্পস্তবক অর্পণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান যুগ্মসচিব রিপন চাকমা, সদস্য-অর্থ উপসচিব মোঃ জসীম উদ্দিন, সদস্য-প্রশাসন উপসচিব সুজন চৌধুরী, সদস্য-বাস্তবায়ন উপসচিব জাহিদ ইকবালসহ বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী জনাব তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মানস ত্রিপুরা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী মিজ ত্রয়া সরকা।