স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
গোপালগঞ্জে ১৯ বছর পর জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জনসভা ঘিরে একদিকে যেমন ব্যাপক প্রস্তুতি চলছে, অন্যদিকে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
শহরের পৌর পার্কের মুক্ত মঞ্চে এদিন সকাল ১০টায় সমাবেশের আয়জন করেছে দলটি। গোপালগঞ্জ শহরসহ জেলার আনাচে কানাচে দেখা যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ও তোরণ। নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
অন ইলেভেন পরবর্তী আওয়ামী লীগের ৩ মেয়াদে বিএনপিকে প্রকাশ্যে কোন মিছিল মিটিং করতে দেখা যায়নি। ঘরোয়া আলোচনার মাধ্যমেই বিএনপির কর্মসুচী সীমাবদ্ধ ছিল। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। বিএনপি ও জামায়াত প্রকাশ্যে রাজপথে শোডাউন ও মিছিল সমাবেশ করছে। এটি বিগত প্রায় ১৬ বছরে দেখা যায়নি।গনতান্ত্রিক পরিবেশ ছিল না। বিগত দিনে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা ও তৎকালীন প্রশাসনের বিমাতা সুলভ আচরনের কারণে বিএনপি প্রকাশ্যে কোনো কর্মসুচী পালন করতে পারেনি। গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা বাংলাদেশে গনতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় গোপালঞ্জে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে সফল করতে কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্যরা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন আমরা উন্মুক্ত কাজ করতে পারিনি। তাই ২৪ তারিখের সমাবেশকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।’
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ও তার পুলিশ বাহিনী দিয়ে বিএনপির কন্ঠ রোধ করা হয়েছিল। আহবায়কের দায়িত্ব গ্রহণের পর থেকে আওয়ামী লীগের রক্ত চক্ষু উপেক্ষা করে নিরলসভাবে বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রেখেছি। শান্তিপূর্ণ সমাবেশে আশাকরি প্রায় ১ লক্ষ্য লোকের সমাগম