মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম (প্রতিনিধি) :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২৫ উপলক্ষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি জুমাবার বাদে জুমা উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলা কর্মকর্তা মাওলানা মোহাম্মদ মুরাদ হাসান, মাওলানা আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম মুন্সী সহ অনেকে। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিন আল কাদেরী।