সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
সুলতানুল আরেফীন হযরত শাহসূফী কালু শাহ (রহ:)'র ৩১ তম বার্ষিক ওরশ শরীফ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী ঘাটকুল এলাকার খুইল্লা মিয়া সূফীর বাড়ী আলমগীর খানকাতে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৫ নানান কর্মসূচির পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচীতে রয়েছে খতমে কোরআান,খতমে গাউছিয়া শরীফ,তমে খাজেগান শরীফ, মিলাদ মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ। উক্ত ওরশ শরীফে সকল ভক্ত,আশেক ও কমিটির সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ওরশ পরিচালনা কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আন্তরিক অনুরোধ জানিয়েছেন।