মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:
গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রবর্তিত দর্শন প্রচারকদের সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের ‘দারুল এফতা’ তথা সাংগঠনিক বিধি ব্যবস্থার সংলাপ মাইজভাণ্ডার শরীফে হাসনাইন কমপ্লেক্সস্থ আনজুমান কার্যালয়ে সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলার সভাপতিত্বে অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রণীত গঠনতন্ত্রের সাংগঠনিক বিধি ব্যবস্থার নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় সংসদের মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্ম সচিব অ্যাড. সৈয়দ আহসানুল আরফাত, যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন, কেন্দ্রীয় সংসদ কবির আহমদ, চট্টগ্রাম মহানগর আনজুমানের সহ সভাপতি আবু সুলতান,মনজিল প্রতিনিধি মুহাম্মদ আফাজ উদ্দিনসহ প্রমুখ। সকাল ১০টা থেকে প্রাথমিক পর্যায়ে শাখা সমূহের সাথে সাংগঠনিক বিধি ব্যবস্থার তথ্যাবলি মতবিনিময় গ্রহণ করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিক কার্যসূচি হাফেজ সৈয়দ এমরান হোসেনের কুরআন তিলাওয়াত ও মাওলানা মোহাম্মদ ইউসুফের নাতে রাসুল (দ.) শানে গাউসুলআজম মাইজভাণ্ডারী পাঠান্তে শুরু হয় এতে আনজুমানের তাৎপর্য এবং সাংগঠনিক কর্মশালার উপর বক্তারা আলোচনা করেন। মহামান্য সভাপতি শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী এসময় বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফে ১৯৪৯ সনে এই সংগঠনের গোড়াপত্তন হয় বেলায়তে মোতলাকার মহান উদ্দেশ্য কে ধারণ করে যা সর্বসাধারণে বোধগম্য করা আনজুমানের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে উসুলে সাব’আ লালন করতে হবে। হতে হবে অহিংস,বিরোধহীন আদর্শিক চিন্তাশীল মননের নৈতিকতা সম্পন্ন মানুষ এতেই হতে পারে পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বোপরী বিশ্বশান্তি ও মানবতার কল্যাণ। পরিশেষে তাওয়াল্লাদ শরীফ পাঠান্তে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের ইতি হয় ।