মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি :
আগামী ২ মার্চ ২০২৫ রবিবার ০১ রমজান হতে ৩০ রমজান পর্যন্ত মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল প্রাঙ্গনে দরবারে গাউছুলআজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী যৌথ ব্যাবস্থপনায় মহামান্য আওলাদে রাসুল (দ:) ও আওলাদে গাউছুলআজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিন্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভান্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মান্যবর সভাপতি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসূফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.) এর নির্দেশক্রমে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে রোজাদার মুমিনদের জন্য রমজান মাস ব্যাপি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জেলা সমন্বয় কমিটি, উপজেলা সমন্বয় কমিটি, দায়রা ও আঞ্চলিক শাখার সকল সম্পাদক, সদস্যবৃন্দ সহ সকল আশেকানে মাইজভান্ডারীগনকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আঞ্জুমানে যুগ্ন-সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। উক্ত ইফতার মাহফিলে সকলে আদবের সহিত উপস্থিত হয়ে মাস ব্যাপি ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করে মহান গাউছে পাকের অশেষ ফয়েজ রহমত ও বরকত হাসিল করুন।