মুহাম্মদ নেজাম উদ্দিন প্রতিনিধি:
মানবতার চেতনায় উজ্জীবিত বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত-“অথেন্টিক ফাউন্ডেশন” এর কার্যক্রমের অংশ হিসেবে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘ ট্যালেন্ট হান্ট এক্সাম – ২০২৫’ অদ্য ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ইং,রোজ শুক্রবার,সকাল ১০ টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিকে অধ্যয়নরত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সর্বমোট ৫০ নম্বরের প্রশ্নপত্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় অথেন্টিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব জয়নাল আবেদীন তাওরাতের উপস্থিতিতে অতিথি ছিলেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শহীদুল আজম, নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাস, আবু শাহাদাত মোহাম্মদ সায়েম সুমনসহ আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মানিকছড়ি শাখার ব্যবস্থাপক শফিউল আজিম সুমন, সহকারী শিক্ষক রণজিত চক্রবর্তী, সৈয়দ গোফরান উদ্দীন ফরহাদ, হোসনে আরা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
পরীক্ষা পরবর্তী সময়ে অথেন্টিক ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এই সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে ধারণা প্রদান করা হয় যা তাদের একাডেমিক প্রস্তুতিকে আরো বেগবান করবে।
উল্লেখ্য, অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ৯ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান, বিদ্যালয়ের বেতন, শিক্ষাসামগ্রী, টিউশন ফি ইত্যাদির ব্যয় “অথেন্টিক ফাউন্ডেশন” বহন করবে। এছাড়াও থাকবে সম্পূর্ণ বিনা খরচে বেসিক মাইক্রোসফট ওয়ার্ড কোর্স সম্পন্ন করার সুযোগ।